Header Ads

Header ADS

Semen বা বীর্য কি? কেন বীর্য পরীক্ষা করা হয়? কিভাবে Collection করে? পরীক্ষা পদ্ধতি(Test Procedure), কোন ক্ষেত্রে কোন Opinion হয়, Opinion তৈরির নিয়মসহ বিস্তারিত..

Semen Analysis (বীর্য নিরিক্ষণ)

আমরা মনেকরি Semen Analysis মানে Sperm গননা। তারপর Normozoospermia, Oligospermia, Azoospermia এই তিনটি কমেন্ট করে দেওয়া। আসলে তা নয়! আমরা এখানে এই বিষয়বস্তু গুলো নিয়েই পূর্ণ আলোচনা করব। ‍Semen কি, কিভাবে Collection করে, Volume বা পরিমাণ কতটকু হওয়া উচিত, পরীক্ষা কিভাবে করতে হয়, কিভাবে Opinion দিতে হয় সবকিছু নিয়ে বিস্তারিত.....

 Semen বা বীর্য  কি, Semen Analysis কেন করা হয়ঃ

নমুনা চিত্র

Semen হলো একধরণের Fluid যা অত্যধিক যৌন ক্রিয়ার সময় Urethra দিয়ে বের হয়ে আসে এবং যার মধ্যে Sperm থাকে। Semen Analysis infartility তে পুরুষের প্রজনন ক্ষমতা সম্পর্কে ধারণা পেতে করা হয়ে থাকে।

Semen Collection পদ্ধতিঃ

Semen পরীক্ষা করার পূর্বে কমপক্ষে ৩ - ৫ দিন যে কোন যৌন ক্রিয়া থেকে বিরত থাকতে হবে।

সাধারণত দুইভাবে Semen Collection করা হয়।

  • Coitus (সহবাসের মাধ্যমে)
  • Masturbation (হস্তমৈথনের মাধ্যমে) 

নোটঃ  Semen Collection- এর ৩০ মিনিটের মধ্যে পরীক্ষা শুরু করতে হয়।

 সবচেয়ে সহজ উপায়ে রক্তের পরিমাণ নির্ণয় বা Easy Haemoglobin Test Procedure. সম্পর্কে জানতে লিংকে ক্লিক করুন।

একটি Semen Analysis- এ তিন ধরনের পরীক্ষা করা হয়।

1. Physical Examination:

  • Volume
  • Colour 
  • Odour
  • Viscosity
  • Appearance
  • Consistency ইত্যাদি

2. Chemical Examination:

  • ㏗/ Reaction
  • Fructose

3. Microscopic Examination.

Volume(পরিমাণ): সাধারণত একজন মানুষের ১বার Ejaculation এ 2 - 5 ml Semen Collection হয়ে থাকে। সেটা 1.5 ml এর কম হলে ‍Abnormal আর যদি একেবারেই ‍Semen না আসে তাহলে তাকে ‍Aspermia বলে।
Odour (গন্ধ): সাধারণত Fishy হয়।
Viscosity: সাধারণত Highly viscous হয়ে থাকে।
Appearance (স্বচ্ছতা): Whitish to grayish (সাদাটে থেকে ধূসর রঙ্গের)

Reaction: সাধারণত Alkaline হয়।㏗-এর মাত্রা 7.2 - 7.8 থাকতে হবে। 8.0 এর বেশি হলে Infection নির্দেশ করবে। 7.0 এর কম হলে তা Acidic। Semen-এ Uric 3v স্ট্রিপ দিলেই তা মাপা যাবে। 
Fructose: Semen- এর প্রধান Sugar- এর নাম Fructose. Fructose level কমে গেলে Semen এ Sperm-এর পরিমাণ কম হয়। রক্তে Testosteron-এর পরিমাণ কম হলে Semen এ Fructose এর পরিমাণ কম হয়।
Procedure (পরীক্ষা পদ্ধতি):
  • একটি Neubauer Chamber-এর উপর ১টি Special Cover Slip দিয়ে ১ ফোঁটা Semen Neubauer Chamber দিয়ে Charged করতে হবে। 
  • ২ মিনিট পর Microscope-এ 10x Objective (low power) Sperm Count করতে হবে। 
  • Neubauer Chamber-এর চার কোণের বড় (4×16)=64 টি ঘর Count করতে হবে। 64 টি ঘরে যতটি Sperm পাওয়া যায় তাকে 50,000 দ্বারা গুণ করলে প্রতি ml Semen -এ Sperm Count পাওয়া যায়।
অথবা 
  • একটি পরিষ্কার Microscopic Slide-এ ১ ফোঁটা Semen নিয়ে েএর উপর একটি Cover Slip দিয়ে ঢেকে দিতে হবে।
  • Microscope-এর 40x (High power)-এর Field-এ সমস্ত Sperm Count করে Million/ml এ প্রকাশ করা যায়।

Motility/Movement(চলাফেরা):

Microscope-এর 40x (High power)-এর কয়েকটা Field-এ কমপক্ষে 200 ‍Sperm দেখতে হবে। এদের মধ্যে কমপক্ষে 50 - 80% actively motile হলে তা Normal. তবে আদর্শিক Motile 80 - 90%. তারপর ২ঘন্টা ও ৪ ঘন্টা পর পুনরায় ‍Slide টিকে  Microscope-এ দেখতে হবে এবং Motility Report-এ লিখতে হবে। Healthy Sperm গুলো ৪ ঘন্টা পরও ‍active থাকে । কিন্তু দূর্বল ‍Spermatozoa গুলো ২ ঘন্টা পূর্বেই তাদের activitiy হারায়। যদি ২ ঘন্টা ও ৪ ঘন্টা পর 5% হারে Motility হারায় তাহলে তা Normal. 
আমর অনেকেই রিপোর্টে Active Motile, Weakly Motile,Non-Motile লিখি, যা ভূল। এটা হবে Motile, Progresive Motile, এবং Immotile.

Sperm Morphology: 

Semen  Analysis Sperm Picture
Semen পরীক্ষা করার সময় Sperm এর মধ্যে কোন অস্বাভাবিকতা আছে কিনা তা দেখতে হবে এবং প্রতি ১০০ টি Sperm এর মধ্যে কয়টি Abnormal আছে তা রিপোর্টে লিখতে হবে। সুস্থ অবস্থায় 70 - 90% Sperm Morphologically Normal পাওয়া যায়।

কোন ক্ষেত্রে কি Comments/Opinion হয়ঃ

  • Sperm Count 40 - 110 million/ml হলে Normozoospermia.
  • Sperm Count 39 million/ml বা এর কম হলে Oligospermia.
  • Sperm Count 05 million/ml এর কম হলে ‍Severe Oligospermia.
  • Serm একেবারেই না থাকলে Azoospermia.
  • Sperm Count 150 million/ml-এর বেশি হলে Hyper-zoospermia.
  • Sperm Count 350 million/ml-এর বেশি হলে Polyzoospermia.
  • Motility 40%-এর কম থাকলে Asthenozoospermia.
  • Vitality বা জীবিত Sperm 58%-এর কম থাকলে Necrozoospermia.
  • 70%- এর বেশি Morphologically abnormal হলে Teratozoospermia.
  • Spermatozoa-এর সাথে প্রচুর পরিমাণে RBC  এবং Pus Cell থাকলে Hemospermia.
  • Pus Cell 5 - 7 এর বেশি থাকলে Pyozoospermia. 
  • RBC 5 - 7 টি থাকলেই Leukospermia.

এবার দেখে নেই কিছু মিশ্র Comments/Opinion:

  • Sperm Count 40 - 110 mil/ml+Motile less than 40% = Normoasthenozoospermia.
  • Vitality less than 58%+ Sperm Count less than 39 mil/ml= Oligonecrozoospermia.
  • Pus Cell 5 - 7+ Sperm Count less than 39 mil/ml= Oligopyozoospermia.
  • RBC present+ Pus cell+Motility less than 40%= Haemoasthenozoospermia.
  • Vitality less than 58%+ Sperm Count less than 5 mil/ml= Severe Oligonecrozoospermia.
এভাবে আমরা নিজেরাই Comments Create করতে পারি। যা একটি রিপোর্টকে সুন্দর ও গ্রহণযোগ্য করে তুলবে। তাছাড়া যেকোনো ব্যক্তি বা Patients-ও নিজেদের রিপোর্টের সমস্যা নিজেরাই বুঝতে পারবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.