Header Ads

Header ADS

সবচেয়ে সহজ উপায়ে রক্তের পরিমাণ নির্ণয় বা Easy Haemoglobin Test Procedure.

রক্তের পরিমাণ নির্ণয় বা Haemoglobin Test- এর অনেকগুলো পদ্ধতি আছে। যেমনঃ Hemoglobin Cyanide (HiCN) Method, Vanzetti's Azide Methaemoglobin, Reagent-less Methods, Non-invasive Methods, Sahli's Method, Haematology Analyzer, Blood gas Analyzer (BGA) ইত্যদি। আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে সবচেয়ে প্রচলিত পদ্ধতি হলো ‍Sahli's Method। যদিও এটাই একেবারে নির্ভূল পদ্ধতি কিংবা ১০০% নির্ভরযোগ্য পদ্ধতি নয়। তবে বহুল প্রচলিত। এই পোস্টে আমরা সহজভাবে Sahli's Method সম্পর্কে জানার চেষ্টা করবো। যা নতুন মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) ভাই-বোনদের বাস্তবিক কাজে কিছুটা হলেও সহায়ক হবে বলে মনেকরি। পরবর্তীতে অন্য পদ্ধতিগুলোরও সহজভাবে আলোচনা করা হবে ইনশা-আল্লাহ।বিস্তারিত...............
Sahli's Method
Requirement/যা যা প্রয়োজনঃ
Matching Box/ Haemoglobinometer.
✍ Haemoglobin Tube. 
✍ Haemoglobin Pipette.
✍ Haemoglobin Stirrer/ Glass Stick.
✍ N/10 HCl (হাইড্রোক্লোরিক এসিড)
✍ Distilled Water/Normal Saline.
✍ Dropper.

Test Procedure (পরীক্ষা পদ্ধতি):

  • প্রথমে Hb Tube- এর 20 দাগ পর্যন্ত N/10 HCl নিয়ে Matching Box-এ রাখতে হবে।
  • তারপর Hb Pipette-এর 20 cmm দাগ পর্যন্ত Whole Blood নিয়ে Hb Tube-এ থাকা N/10 HCl-এর সাথে ভালোভাবে Stirrer-এর সাহায্যে Mix করতে হবে। 
  • 3 - 5 মিনিট অপেক্ষা করতে হবে। 
  • এরপর Dropper-এর সাহায্যে ১/২ ফোঁটা করে Normal Saline/Distilled Water দিয়ে mix করতে হবে। যতক্ষণ না Matching Box-এর দুই পাশের Color-এর সাথে ভালোভাবে Match হয়। 
  • দুই পাশের Color-এর সাথে ভালোভাবে Match হলে Hb Tube-এর গায়ে দাগ কাটা নম্বর অনুযায়ী Result % অথবা gm/dl- এ প্রকাশ করা ।

Normal Value According to gm/dl:

  • Male (পুরুষ): 14 - 18 gm/dl.
  • Female (মহিলা): 12 - 16 gm/dl.
  • Newborn (নবজাতক): 14 - 24 gm/dl.
  • Infant (শিশু): 9.5 - 13 gm/dl.

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.