Header Ads

Header ADS

ESR Westergren Method in Bangla. বাংলায় ESR Westergren Measurement ,Test Procedure এবং ESR ভূল হওয়ার কারণ.

 ESR (Erythrocyte Sedimentation Rate) কি এবং কেন করা হয়।

নির্দিষ্ট পরিমাণ Blood কে যদি কোন আদর্শ Anticoagulant এর সাথে নির্দিষ্ট পরিমানে Mix করে নির্দিষ্ট প্রক্রিয়ায় কোন স্থানে খাড়াভাবে রাখা হলে RBC গুলো ধীরে ধীরে নীচে বসে যায়। Red cell এর এই বসে যাওয়া বা তলানী পরার হারকে ESR বলে। ESR কোন রোগের গতি বা ধরণ (Prognosis) সম্পর্কে জানতে ও কোন রোগের অবস্থা সম্পর্কে ধারণা নিতে এবং রোগের চিকিৎসার উন্নতি সম্পর্কে ধারণা পেতে করা হয়।  

ESR সাধারণত দুইভাবে করা যায়:

  • Westergren Method.
  • Wintrobe Method.
Westergren Method সম্পর্কে বিস্তারিত....................
Requirement/ যা যা প্রয়োজনীয়ঃ
  • ESR Stand.
  • ESR Pipette.
  • ESR Tube (যা 300 mm লম্বা ও 2.55 mm ব্যাস).
  • 3.8% ‍Sodium Citrate (ESR Fluid).
  • Sterile Test Tube.
  • রাবারের বোটা.
  • Timer/Stopwatch. 
Test Procedure (পরীক্ষা পদ্ধতি):
  • একটি Sterile Test Tube-এ 400 ml 3.8% ‍Sodium Citrate (ESR Fluid) নিতে হবে। 
  • রোগী থেকে Blood Collection করে Tube এ থাকা ESR Fluid এর সাথে 1600 µl বা 1.6 ml Whole Blood mix করতে হবে। 
  • 3 - 5 মিনিট অপেক্ষা করে হালকা নাড়া দিয়ে Mix করে ESR Pipette এর “0” দাগ পর্যন্ত রাবারের বোটার সাহায্যে Blood টেনে উঠিয়ে ESR Stand এ সোজাভাবে বসিয়ে দিতে হবে।
  • Stopwatch এ সময় ধরে ১ ঘন্টা পর Reading নিতে হবে। দেখতে হবে ESR Pipette এর কত দাগ পর্যন্ত RBC এবং Plasma বিভক্ত হয়েছে। তা রিপোর্টে উল্লেখ করতে হবে। 
    ছবিতে ESR এর বাস্তবিক চিত্র।
    Normal Range: 
  • Male (পুরুষ): 0 - 10 mm End of the 1st hour.
  • Female (মহিলা): 0 - 20 mm End of the 1st hour.
ESR ভূল হওয়ার কারণঃ
  • ESR Pipette নোংড়া ও ভেজা হলে। 
  • Blood এবং Anticoagulant ভালোভাবে মিশ্রিত না হলে।
  • ESR Stand এ বসানোর পর অতিরিক্ত নাড়াচাড়া করলে। 
  • ESR Pipette কোন দিকে কাত হয়ে থাকলে।
  • Blood Collection এর পর দেরি করে Anticoagulant মিশালে। 
  • ESR Pipette এর ভিতরে Air bubble থাকলে। 
  • Patient dehydrated অবস্থায় blood draw করলে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.